ঢাকা ১১:৪২ এএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের নতুন ডিসি হলেন রায়হান কবির নারায়ণগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৩৭ জন গ্রেফতার মুক্তি মিলছে না আইভীর, নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ নাশকতার পরিকল্পনা : রুপগঞ্জ থেকে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার সংস্কারপন্থী শক্তির সাথে জোট করতে প্রস্তুত এনসিপি: হাসনাত নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে দুর্বৃত্তদের হামলা – গুলি ডাকাত সন্দেহে আড়াইহাজারে গণপিটুনি, ২ জন আহত রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার গণমিছিল শেখ হাসিনার রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না: গাজী তামিম

বাংলাদেশের সর্বাধিক মানুষের শ্রদ্ধা রয়েছে শহীদ জিয়ার প্রতি: গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ০৮:১৯:০১ পিএম, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১১৫ পাঠক

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আজ বাংলাদেশের সর্বাধিক মানুষের শ্রদ্ধা রয়েছে। তিনি শুধু বিএনপির প্রতিষ্ঠাতাই নন, তিনি রাজনৈতিক অঙ্গনে এমন এক আদর্শের বীজ বপন করে গেছেন যার জন্য সমগ্র জাতি কৃতজ্ঞ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল র‍্যালির আগে সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে এই র‍্যালিটি ছিল চোখে পড়ার মতো। চার শতাধিক গাড়ির বহর নিয়ে র‍্যালিটি সিদ্ধিরগঞ্জ পুলের বটতলা থেকে শুরু হয়ে শিমরাইল, মৌচাক, সানারপাড়, কাঁচপুর, মদনপুর ও সোনারগাঁয়ের মোগড়াপাড়া হয়ে আবারও সিদ্ধিরগঞ্জে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকাসহ নানা ফ্যাস্টুন ছিল।

মুহাম্মদ গিয়াসউদ্দিন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি বিএনপিকে সমৃদ্ধশালী করেছেন এবং তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে অভূতপূর্ব উন্নয়নের ধারা তৈরি করে সারা বিশ্বের কাছে উদাহরণ সৃষ্টি করেছেন।

তিনি ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে বলেন, “১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার ঐক্যের মধ্য দিয়ে দেশ বিরোধী চক্রান্তের অবসান ঘটেছিলো। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে মুক্ত করা হয়েছিলো এবং দেশের দায়িত্বভার তাঁর উপর অর্পণ করা হয়েছিলো।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৬ বছরের নির্যাতন নিপীড়ন, অত্যাচার, জেল-জুলুমের মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছেন আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা তাঁর দিক নির্দেশনায় স্বৈরাচারের বিরুদ্ধে ১৬ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি।”

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল, সহ-সভাপতি মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডি. এইচ. বাবুল, অ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

সংবাদটিশেয়ার করুন

বাংলাদেশের সর্বাধিক মানুষের শ্রদ্ধা রয়েছে শহীদ জিয়ার প্রতি: গিয়াসউদ্দিন

প্রকাশকাল ০৮:১৯:০১ পিএম, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আজ বাংলাদেশের সর্বাধিক মানুষের শ্রদ্ধা রয়েছে। তিনি শুধু বিএনপির প্রতিষ্ঠাতাই নন, তিনি রাজনৈতিক অঙ্গনে এমন এক আদর্শের বীজ বপন করে গেছেন যার জন্য সমগ্র জাতি কৃতজ্ঞ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল র‍্যালির আগে সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে এই র‍্যালিটি ছিল চোখে পড়ার মতো। চার শতাধিক গাড়ির বহর নিয়ে র‍্যালিটি সিদ্ধিরগঞ্জ পুলের বটতলা থেকে শুরু হয়ে শিমরাইল, মৌচাক, সানারপাড়, কাঁচপুর, মদনপুর ও সোনারগাঁয়ের মোগড়াপাড়া হয়ে আবারও সিদ্ধিরগঞ্জে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকাসহ নানা ফ্যাস্টুন ছিল।

মুহাম্মদ গিয়াসউদ্দিন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি বিএনপিকে সমৃদ্ধশালী করেছেন এবং তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে অভূতপূর্ব উন্নয়নের ধারা তৈরি করে সারা বিশ্বের কাছে উদাহরণ সৃষ্টি করেছেন।

তিনি ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে বলেন, “১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার ঐক্যের মধ্য দিয়ে দেশ বিরোধী চক্রান্তের অবসান ঘটেছিলো। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে মুক্ত করা হয়েছিলো এবং দেশের দায়িত্বভার তাঁর উপর অর্পণ করা হয়েছিলো।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ১৬ বছরের নির্যাতন নিপীড়ন, অত্যাচার, জেল-জুলুমের মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছেন আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা তাঁর দিক নির্দেশনায় স্বৈরাচারের বিরুদ্ধে ১৬ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি।”

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল, সহ-সভাপতি মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডি. এইচ. বাবুল, অ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।