ঢাকা ০১:৪৮ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁ গঙ্গাবাসী ও রাম চন্দ্র পোদ্দার (জি.আর) ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন নারায়ণগঞ্জের নতুন ডিসি হলেন রায়হান কবির নারায়ণগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৩৭ জন গ্রেফতার মুক্তি মিলছে না আইভীর, নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ নাশকতার পরিকল্পনা : রুপগঞ্জ থেকে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার সংস্কারপন্থী শক্তির সাথে জোট করতে প্রস্তুত এনসিপি: হাসনাত নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে দুর্বৃত্তদের হামলা – গুলি ডাকাত সন্দেহে আড়াইহাজারে গণপিটুনি, ২ জন আহত রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার গণমিছিল
গণ অধিকার পরিষদ:

শিল্পপ্রতিষ্ঠানে শামীম ওসমান চাঁদা আদায় করত, এখনো বন্ধ হয়নি: নুরুল হক নুর

স্পোর্টস ডেস্ক | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ০৮:১০:৪৭ পিএম, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ৪৩ পাঠক

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তাদের দল কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করার ক্ষেত্রে তাড়াহুড়ো করছে না। সমাজ এবং রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের প্রশ্নে যারা সুস্পষ্ট অবস্থান নেবে, কেবল তাদের সঙ্গেই জোট করার সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ যুব অধিকার পরিষদের আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক সমাবেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোটের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে নুরুল হক নুর বলেন, “আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি। আগামীতে আমরা যাদের সঙ্গে জোট করব—তারা সমাজ এবং রাষ্ট্রব্যবস্থা নিয়ে দেশের পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কী, রাষ্ট্র সংস্কার, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা কী অবস্থান নেবে—এসব বিষয়ে পরিষ্কার হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোনো দলের সঙ্গে জোট করব কি না।”

তিনি জনগণকে ভোট দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচন হলে একটি সরকার পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে যায়। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে আগামী পাঁচ বছর আপনারা দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন, তা বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে।”

নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা হওয়ায় এখানকার শিল্পপ্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজির সমস্যা নিয়েও তিনি কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, “এই এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শামীম ওসমান ও তার লোকজন চাঁদা আদায় করত। তারা চলে গেলেও এই সব প্রতিষ্ঠান থেকে চাঁদা এখনো বন্ধ হয়নি, কারা এখন চাঁদা নিচ্ছে?”

২০২৪ সালের গণ-অভ্যুত্থান বিষয়ে তিনি বলেন, এই অভ্যুত্থানে যে রক্ত দেওয়া হয়েছে, তা আর বৃথা যেতে দেওয়া হবে না।

“আমরা যেই রক্ত ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দিয়েছি, আর কোনো রক্ত আমরা দিতে চাই না। সেই চেতনায় বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে হবে। গত ৫০ বছর বিভিন্ন সময়ে আমরা স্বৈরাচার শাসকদের বন্দুকের নলের সামনে যেই রক্ত দিয়েছি, তার প্রকৃত লক্ষ্য আদায় হয়নি। কিন্তু এবারের রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।”

সংবাদটিশেয়ার করুন

গণ অধিকার পরিষদ:

শিল্পপ্রতিষ্ঠানে শামীম ওসমান চাঁদা আদায় করত, এখনো বন্ধ হয়নি: নুরুল হক নুর

প্রকাশকাল ০৮:১০:৪৭ পিএম, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তাদের দল কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করার ক্ষেত্রে তাড়াহুড়ো করছে না। সমাজ এবং রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের প্রশ্নে যারা সুস্পষ্ট অবস্থান নেবে, কেবল তাদের সঙ্গেই জোট করার সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ যুব অধিকার পরিষদের আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক সমাবেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোটের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে নুরুল হক নুর বলেন, “আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি। আগামীতে আমরা যাদের সঙ্গে জোট করব—তারা সমাজ এবং রাষ্ট্রব্যবস্থা নিয়ে দেশের পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কী, রাষ্ট্র সংস্কার, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা কী অবস্থান নেবে—এসব বিষয়ে পরিষ্কার হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোনো দলের সঙ্গে জোট করব কি না।”

তিনি জনগণকে ভোট দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচন হলে একটি সরকার পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে যায়। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে আগামী পাঁচ বছর আপনারা দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন, তা বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে।”

নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা হওয়ায় এখানকার শিল্পপ্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজির সমস্যা নিয়েও তিনি কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, “এই এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শামীম ওসমান ও তার লোকজন চাঁদা আদায় করত। তারা চলে গেলেও এই সব প্রতিষ্ঠান থেকে চাঁদা এখনো বন্ধ হয়নি, কারা এখন চাঁদা নিচ্ছে?”

২০২৪ সালের গণ-অভ্যুত্থান বিষয়ে তিনি বলেন, এই অভ্যুত্থানে যে রক্ত দেওয়া হয়েছে, তা আর বৃথা যেতে দেওয়া হবে না।

“আমরা যেই রক্ত ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দিয়েছি, আর কোনো রক্ত আমরা দিতে চাই না। সেই চেতনায় বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে হবে। গত ৫০ বছর বিভিন্ন সময়ে আমরা স্বৈরাচার শাসকদের বন্দুকের নলের সামনে যেই রক্ত দিয়েছি, তার প্রকৃত লক্ষ্য আদায় হয়নি। কিন্তু এবারের রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।”