ঢাকা ১১:৪০ এএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের নতুন ডিসি হলেন রায়হান কবির নারায়ণগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৩৭ জন গ্রেফতার মুক্তি মিলছে না আইভীর, নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ নাশকতার পরিকল্পনা : রুপগঞ্জ থেকে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার সংস্কারপন্থী শক্তির সাথে জোট করতে প্রস্তুত এনসিপি: হাসনাত নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে দুর্বৃত্তদের হামলা – গুলি ডাকাত সন্দেহে আড়াইহাজারে গণপিটুনি, ২ জন আহত রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার গণমিছিল শেখ হাসিনার রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না: গাজী তামিম

৬ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস, কমবে কবে

ডেস্ক রিপোর্ট | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ০৮:২৯:৪৯ এএম, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৬৫ পাঠক

সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশে বৃষ্টিপাত বেড়েছে। আজও এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ দেশের ৬ বিভাগের অধিকাংশ জায়াগায় বৃষ্টির আভাস রয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া আজ সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এই সময়ে ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, রংপুর ও রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বাকি ৬ বিভাগে হালকা থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত বৃষ্টি কম হতে পারে। ১২ জুলাই থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।

তিনি জানান, ৯ ও ১০ জুলাই সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইলে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটিশেয়ার করুন

৬ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস, কমবে কবে

প্রকাশকাল ০৮:২৯:৪৯ এএম, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশে বৃষ্টিপাত বেড়েছে। আজও এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ দেশের ৬ বিভাগের অধিকাংশ জায়াগায় বৃষ্টির আভাস রয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া আজ সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এই সময়ে ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, রংপুর ও রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বাকি ৬ বিভাগে হালকা থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত বৃষ্টি কম হতে পারে। ১২ জুলাই থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।

তিনি জানান, ৯ ও ১০ জুলাই সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইলে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।