ঢাকা বিভাগের সেরা কলেজ নারায়ণগঞ্জের তোলারাম
- প্রকাশকাল ০৪:৫৯:৪০ পিএম, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৮৪ পাঠক
তারুণ্যের উৎসব আন্তঃকলেজ ফুটবল টুনামেন্ট-২০২৫ এ ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সরকারী তোলারাম কলেজ’।
ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ (২৪ ডিসেম্বর ২০২৫ ইং) অনুষ্ঠিত ফাইনালে ফরিদপুরের আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইন্জিনিয়ারিং কলেজকে তারা ১-০ গোলে পরাজিত করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজমুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তর পরিচালক মোঃ মাহবুবুর রহমান, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন ও এপিএবি) সালমা খাতুন, সরকারি শারীরিক শিক্ষা কলেজ এর অধ্যক্ষ মোঃ মুমিনুল হাসান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও ঢাকা জেলা ক্রীড়া অফিসার জনাব সুমন কুমার মিত্র, মুন্সীগঞ্জ জেলার ক্রীড়া অফিসার মো আফাজ উদ্দিন।
অতিথিরা তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার অন্বেষণ ও বিকাশে এ ধরণের আয়োজন করার গুরুত্ব আরোপ করেন।
বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলই জাতীয় পর্যায়ে খেলা সুযোগ পাবে।
























