নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ
- প্রকাশকাল ০৮:৫৪:৩৬ এএম, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ১৩ পাঠক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় একটি কম্প্রেসার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে কারখানার ভেতরে এই দুর্ঘটনা ঘটে।
পরে দগ্ধ শ্রমিকদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, শনিবার রাত সাড়ে সাতটার দিকে আকিজ সিমেন্ট কারখানার পলি ফাইবার সেকশনে উৎপাদন কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে একটি এয়ার কম্প্রেসার বিস্ফোরিত হয়। এতে কারখানার ওই অংশে কর্মরত আট শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণে ওই কারখানার জানালার কাঁচ ভেঙে গেছে। পরে কারখানার লোকজন আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে ভর্তি করে।
দগ্ধরা হলেন- হান্নান, মঞ্জুর, হাবিব, রাকিবুল, খোরশেদ, তারেক, ফেরদৌসসহ আটজন।
বন্দর ফায়ার সার্ভিসের ইনচার্জ সঞ্জয় খান জানান, কারখানার ভেতরে পলি ফাইভার ইউনিটে সিমেন্টের ব্যাগ তৈরি করার সময় হিট এক্সচেঞ্জ কম্প্রেসার মেশিনে এই বিস্ফোরণ ঘটে। তারা বিস্ফোণের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন।
তবে কারখানা কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করেনি।




















