বিশ্বকাপে মোস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি
- প্রকাশকাল ০৯:৩৫:৪৭ পিএম, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৪ পাঠক
আরও ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। কেননা, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা দেখছে আইসিসি। এমনটা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে সংস্থাটির নিরাপত্তা বিভাগ।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন পরিদর্শনে এসে ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত ১৬ মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে।’
নিরাপত্তা ইস্যতে ভারতে গিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে চাইছে না বাংলাদেশ। এরই মধ্যে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিকে দুই দফা চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছে বিসিবি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় মোস্তাফিজুর রহমানকে সম্প্রতি টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। মূলত এরপরই নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। সরকারও এই মুহূর্তে ভারতে দল না পাঠানোর ব্যপারে বেশ কঠোর অবস্থানে রয়েছে।
বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয় চাইছে, নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের মতো শ্রীলঙ্কায় গিয়ে খেলতে। আদৌ কি ঘটবে, ক্রিকেট বিশ্বের চোখ এখন সেদিকেই। বলতে গেলে প্রতিদিনিই বাংলাদেশ ও ভারতসহ সারা বিশ্বের ক্রিকেট সমর্থকরা চোখ রাখছেন আইসিসি, বিসিবি ও বিসিসিআইয়ের দিকে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিসিসিআই বলতে চাইছে, ভারতে কোনো নিরাপত্তা শঙ্কা। প্রয়োজনে বাংলাদেশের কলকাতার ম্যাচগুলো তারা অন্য কোথাও সরিয়ে নিতে চায় বলেও দেশটির সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে।
তবে ক্রীড়া উপদেষ্টা আজ যে তথ্য দিয়েছেন, তাতে বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, আইসিসি’র নিরাপত্তা টিম বিসিবিকে একটি চিঠি দিয়েছে। সেখানে তারা বলেছেন, তিনটি বিষয় হলে বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। আর সেই তিনিটি কারণের মাধ্যমেই ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিরাপদ নয় বলে প্রমাণ হয়েছে বলেও মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আইসিসি’র যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। এক. বাংলাদেশ দলে যদি মোস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দুই. বাংলাদেশ দলের যে সমর্থকরা আছেন, উনারা যদি বাংলাদেশের জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করে। তিন. নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নেই।’
অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে, তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না; আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেব—তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না।’
এদিকে সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যমের খবরে উঠে এসেছে, বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেটি হলে বাংলাদেশ ইতিবাচ বলেই মন্তব্য করেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘আমি পত্রিকায় দেখলাম, জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের ম্যাচগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন কোনো সমস্যা না, সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা না।’
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাধ্যমেই ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিরাপদ নয় বলে প্রমাণ হয়েছে গেছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।
তিনি বলেন, ‘যেখানে আমাদের দলের একটা খেলোয়াড়ের খেলার পরিবেশ নেই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড যখন বলে, তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে আমি বুঝলাম না। আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে, এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই। ভারতের কোনো জায়গাতেই খেলার পরিবেশ নাই।’
























