ঢাকা ০৯:৫৬ এএম, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাবুর্চিকে কুপিয়ে হত্যা

সোনালী নারায়ণগঞ্জ ডটকম-
  • প্রকাশকাল ১১:২৫:০৮ এএম, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৯ পাঠক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে রায়হান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ জানুয়ারি) রাত আটটার দিকে চাষাড়া-ইসদাইর সড়কে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রায়হান গলাচিপা এলাকার মেছের আলীর ছেলে এবং পেশায় বাবুর্চি ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত এক মাস আগে ইসদাইর এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাকের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তার পায়ে ছুরিকাঘাত করে। সেই থেকেই তাদের বিরোধ শুরু হয়। সোমবার রাত আটটার দিকে রায়হান চাষাড়া-ইসদাইর সড়ক দিয়ে যাওয়ার পথে রাজ্জাকের অনুসারীরা তাকে কুপিয়ে হত্যা করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মাদক কারবারী রাজ্জাকের বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা করবে জানিয়ে নিহতের ভাই সাব্বির হোসেন বলেন, রায়হানকে আগেই হত্যার হুমকি দিয়েছিলো রাজ্জাকসহ তার লোকজন। তারা রায়হানকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে। তাদের গ্রেপ্তারসহ শান্তির দাবি জানাই।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাবুর্চিকে কুপিয়ে হত্যা

প্রকাশকাল ১১:২৫:০৮ এএম, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে রায়হান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ জানুয়ারি) রাত আটটার দিকে চাষাড়া-ইসদাইর সড়কে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রায়হান গলাচিপা এলাকার মেছের আলীর ছেলে এবং পেশায় বাবুর্চি ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত এক মাস আগে ইসদাইর এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাকের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তার পায়ে ছুরিকাঘাত করে। সেই থেকেই তাদের বিরোধ শুরু হয়। সোমবার রাত আটটার দিকে রায়হান চাষাড়া-ইসদাইর সড়ক দিয়ে যাওয়ার পথে রাজ্জাকের অনুসারীরা তাকে কুপিয়ে হত্যা করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মাদক কারবারী রাজ্জাকের বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা করবে জানিয়ে নিহতের ভাই সাব্বির হোসেন বলেন, রায়হানকে আগেই হত্যার হুমকি দিয়েছিলো রাজ্জাকসহ তার লোকজন। তারা রায়হানকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে। তাদের গ্রেপ্তারসহ শান্তির দাবি জানাই।