ঢাকা ০৯:৪৭ এএম, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

সোনালী নারায়ণগঞ্জ ডটকম-
  • প্রকাশকাল ০৫:৫৩:৩৮ পিএম, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৫ পাঠক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ডাকসু প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের এ ঘোষণা দেন ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

সংবাদ সম্মেলনে গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী ১৫টি উদ্যোগ গ্রহণের কথা জানায় সাদিক কায়েম।

তিনি বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দেওয়া শুধু একটি নাগরিক কর্তব্য নয়; এটি শহিদদের রেখে যাওয়া রক্তের আমানতের হেফাজত করা। বিশেষ করে জনসাধারণ, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছাড়া এ দেশকে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করা সম্ভব নয়। এই গণভোটের মাধ্যমেই ফ্যাসিবাদী কাঠামোর চূড়ান্ত অবসান ঘটবে।’

ডাকসু ভিপি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, চাকরিতে নিয়োগে স্বচ্ছতা, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের অংশগ্রহণ, নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, সকল ধর্ম ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষা এবং ইন্টারনেটকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার পথ সুগম হবে। একই সঙ্গে গুম-খুন, আয়নাঘরসহ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতির অবসান ঘটবে।

এসময় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মাসব্যাপী ১৫টি কর্মসূচি ঘোষণা করে ভিপি সাদিক কায়েম। কর্মসূচির মধ্যে রয়েছে— মার্চ : ছাত্র-জনতাকে সাথে নিয়ে দেশজুড়ে গণভোটের পক্ষে সরাসরি জনসংযোগ কার্যক্রম; অনলাইন ক্যাম্পেইন : সামাজিক যোগাযোগ মাধ্যমেই-পোস্টার, ভিডিও, রিলস ও লেখালেখির মাধ্যমে ছাত্র-জনতার কাছে গণভোটে ‘হ্যাঁ’-এর গুরুত্ব তুলে ধরা; প্রদর্শনী বিতর্ক: যুক্তিতর্কের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’-এর প্রয়োজনীয়তা উপস্থাপন; সেমিনার আয়োজন: রাষ্ট্রীয় সংস্কারে হ্যাঁ এর গুরুত্ব, রাজনৈতিক দলগুলোর ইশতেহার পর্যালোচনা; তারুণ্যের মুখোমুখি, রাষ্ট্রচিন্তা নিয়ে তারুণ্যের প্রত্যাশা ও ভাবনা আলোচনা; সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা; প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা; মোবাইল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা; অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে মতবিনিময় সভা; ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা; গণভোটে ‘হ্যাঁ’ এর সমর্থন ও যৌক্তিকতা তুলে ধরতে গান, কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ; গণভোট নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন; জনসচেতনতামূলক পথনাটক ও মাইম প্রদর্শনী; ছাত্র সংগঠনসমূহের সঙ্গে মতবিনিময় সভা; সামাজিক সংগঠনসমূহের সঙ্গে মতবিনিময় সভা এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সফর ও গণভোটের পক্ষে জনমত গঠনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা।

এছাড়া সংবাদ সম্মেলনে ডাকসুর পক্ষ থেকে জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপিসহ দেশের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং আপামর ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টির উদাত্ত আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুহাঃ মহিউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মো. মিফতাহুল হোসাইন আল মারুফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রকাশকাল ০৫:৫৩:৩৮ পিএম, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ডাকসু প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের এ ঘোষণা দেন ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

সংবাদ সম্মেলনে গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী ১৫টি উদ্যোগ গ্রহণের কথা জানায় সাদিক কায়েম।

তিনি বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দেওয়া শুধু একটি নাগরিক কর্তব্য নয়; এটি শহিদদের রেখে যাওয়া রক্তের আমানতের হেফাজত করা। বিশেষ করে জনসাধারণ, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছাড়া এ দেশকে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করা সম্ভব নয়। এই গণভোটের মাধ্যমেই ফ্যাসিবাদী কাঠামোর চূড়ান্ত অবসান ঘটবে।’

ডাকসু ভিপি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, চাকরিতে নিয়োগে স্বচ্ছতা, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের অংশগ্রহণ, নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, সকল ধর্ম ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষা এবং ইন্টারনেটকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার পথ সুগম হবে। একই সঙ্গে গুম-খুন, আয়নাঘরসহ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতির অবসান ঘটবে।

এসময় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মাসব্যাপী ১৫টি কর্মসূচি ঘোষণা করে ভিপি সাদিক কায়েম। কর্মসূচির মধ্যে রয়েছে— মার্চ : ছাত্র-জনতাকে সাথে নিয়ে দেশজুড়ে গণভোটের পক্ষে সরাসরি জনসংযোগ কার্যক্রম; অনলাইন ক্যাম্পেইন : সামাজিক যোগাযোগ মাধ্যমেই-পোস্টার, ভিডিও, রিলস ও লেখালেখির মাধ্যমে ছাত্র-জনতার কাছে গণভোটে ‘হ্যাঁ’-এর গুরুত্ব তুলে ধরা; প্রদর্শনী বিতর্ক: যুক্তিতর্কের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’-এর প্রয়োজনীয়তা উপস্থাপন; সেমিনার আয়োজন: রাষ্ট্রীয় সংস্কারে হ্যাঁ এর গুরুত্ব, রাজনৈতিক দলগুলোর ইশতেহার পর্যালোচনা; তারুণ্যের মুখোমুখি, রাষ্ট্রচিন্তা নিয়ে তারুণ্যের প্রত্যাশা ও ভাবনা আলোচনা; সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা; প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা; মোবাইল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা; অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে মতবিনিময় সভা; ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা; গণভোটে ‘হ্যাঁ’ এর সমর্থন ও যৌক্তিকতা তুলে ধরতে গান, কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ; গণভোট নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন; জনসচেতনতামূলক পথনাটক ও মাইম প্রদর্শনী; ছাত্র সংগঠনসমূহের সঙ্গে মতবিনিময় সভা; সামাজিক সংগঠনসমূহের সঙ্গে মতবিনিময় সভা এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সফর ও গণভোটের পক্ষে জনমত গঠনে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা।

এছাড়া সংবাদ সম্মেলনে ডাকসুর পক্ষ থেকে জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপিসহ দেশের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং আপামর ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টির উদাত্ত আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুহাঃ মহিউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মো. মিফতাহুল হোসাইন আল মারুফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।