সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- প্রকাশকাল ০২:০০:১৯ পিএম, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১৪ পাঠক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল চারটায় সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের উদ্যোগে উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্যসচিব মো. সোহেল রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনের সঞ্চালনায় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল ইসলাম সজীব, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি স্বপন খন্দকার ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল।
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সজীব কাজী, জুয়েল হোসেন বাবু, মোহাম্মদ রাতুল, শেখ মোহাম্মদ শিপু, গুলজার হোসেন, আল আমিন হোসেন, সাব্বির আহমেদ, ইসমাইল সরকার, আকাশ কাজী, সাজাহান হোসেন, আবু সাঈদ, মো. কামাল হোসেন, ইমতিয়াজ উদ্দিন প্রমুখ।
এ ছাড়া থানা কৃষক দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আসাদ, নূরে আলম, সবুজ আহমেদ সবুর, আফজাল খান, মোহাম্মদ জাকির, সবুর আহমেদ, পরান কাজি, মোহাম্মদ আমির, আনিসুর রহমান মানিক, মোহাম্মদ তারেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।






















