ঢাকা ১১:৪৬ এএম, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মদনগঞ্জ-মদনপুর সড়কে ১৮ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল, চালকদের ভোগান্তি

সোনালী নারায়ণগঞ্জ ডটকম-
  • প্রকাশকাল ০২:৩৬:২৬ পিএম, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১৬ পাঠক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কে ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর ভারী যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাগবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাকা দেবে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবার বিকেল চারটায় ট্রাকটি সরিয়ে নেওয়ার পর এই রুটে যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যানচালক ও স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত নয়টার দিকে বাগবাড়ি এলাকায় ক্রাউন সিমেন্টের একটি ট্রাকের চাকা সড়কের গর্তে দেবে যায়। সড়কের ওই অংশের পাশের মাটি ও পিচ ভাঙা থাকায় ট্রাকটি আর সরানো সম্ভব হয়নি। এতে সরু ওই সড়কে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বন্দর থানার পরিদর্শক কাজী রিপন সরকার বলেন, সিমেন্টবোঝাই ট্রাকের চাকা রাস্তায় ফেঁসে গিয়েছিল। সড়কের পাশের অংশ ভাঙা থাকায় গাড়িটি চলতে পারছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষকে ডেকে আনে। পরে ট্রাকটি মেরামত করে আজ শনিবার বিকেল চারটার দিকে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে দীর্ঘ সময় সড়কে আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেছেন চালকেরা। সিলেটগামী ট্রাকচালক মো. ইব্রাহিম বলেন, ‘গতকাল রাত নয়টা থেকে এখানে বসে আছি। মালিকপক্ষ বারবার ফোন দিচ্ছে। কিন্তু দীর্ঘ জ্যামের কারণে সময়মতো মালামাল পৌঁছাতে পারছি না।’

আরেক ট্রাকচালক মো. রাজীব বলেন, ‘এই সড়কটির অবস্থা খুবই খারাপ। একটি গাড়ি নষ্ট হওয়ায় সবাই আটকে পড়েছি। জ্যামে আটকা পড়লে অনেক সময় গাড়ির মালামাল লুটপাটের ঘটনাও ঘটে। সরকারের কাছে দাবি জানাই, দ্রুত যেন এই সড়কের সংস্কারকাজ শুরু করা হয়।’

এদিকে আটকে পড়া ট্রাকটি সরিয়ে নেওয়ার মাত্র ১০ মিনিট পরই একই স্থানে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান উল্টে গেছে। এতে সড়কটির বেহাল দশা ও চলাচলের অনুপযুক্ততার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মদনগঞ্জ-মদনপুর সড়কে ১৮ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল, চালকদের ভোগান্তি

প্রকাশকাল ০২:৩৬:২৬ পিএম, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কে ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর ভারী যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাগবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাকা দেবে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবার বিকেল চারটায় ট্রাকটি সরিয়ে নেওয়ার পর এই রুটে যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যানচালক ও স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত নয়টার দিকে বাগবাড়ি এলাকায় ক্রাউন সিমেন্টের একটি ট্রাকের চাকা সড়কের গর্তে দেবে যায়। সড়কের ওই অংশের পাশের মাটি ও পিচ ভাঙা থাকায় ট্রাকটি আর সরানো সম্ভব হয়নি। এতে সরু ওই সড়কে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বন্দর থানার পরিদর্শক কাজী রিপন সরকার বলেন, সিমেন্টবোঝাই ট্রাকের চাকা রাস্তায় ফেঁসে গিয়েছিল। সড়কের পাশের অংশ ভাঙা থাকায় গাড়িটি চলতে পারছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষকে ডেকে আনে। পরে ট্রাকটি মেরামত করে আজ শনিবার বিকেল চারটার দিকে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে দীর্ঘ সময় সড়কে আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেছেন চালকেরা। সিলেটগামী ট্রাকচালক মো. ইব্রাহিম বলেন, ‘গতকাল রাত নয়টা থেকে এখানে বসে আছি। মালিকপক্ষ বারবার ফোন দিচ্ছে। কিন্তু দীর্ঘ জ্যামের কারণে সময়মতো মালামাল পৌঁছাতে পারছি না।’

আরেক ট্রাকচালক মো. রাজীব বলেন, ‘এই সড়কটির অবস্থা খুবই খারাপ। একটি গাড়ি নষ্ট হওয়ায় সবাই আটকে পড়েছি। জ্যামে আটকা পড়লে অনেক সময় গাড়ির মালামাল লুটপাটের ঘটনাও ঘটে। সরকারের কাছে দাবি জানাই, দ্রুত যেন এই সড়কের সংস্কারকাজ শুরু করা হয়।’

এদিকে আটকে পড়া ট্রাকটি সরিয়ে নেওয়ার মাত্র ১০ মিনিট পরই একই স্থানে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান উল্টে গেছে। এতে সড়কটির বেহাল দশা ও চলাচলের অনুপযুক্ততার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে।