পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, কী আলাপ হলো?
- প্রকাশকাল ১২:৩৮:৪৭ এএম, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৮ পাঠক
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ফেসবুকে তাদের স্বীকৃত পেইজে এক পোস্টে জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। জেদ্দায় ওআইসি-র সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনে সময়ে এই সাইডলাইন বৈঠক হয়েছে।
বৈঠকে কী নিয়ে আলাপ হয়েছে, এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেইজের পোস্টে লেখা হয়েছে, তৌহিদ হোসেন ও ইশাক দার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও দুজনের আলাপ হয়েছে, বিশেষ করে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক এবং শিক্ষা ও ব্যবসায়িক খাতে সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়েও তৌহিদ হোসেন ও ইশাক দার আলোচনা করেছেন বলে জানাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।





















