ইন্টারনেটের গতির সঙ্গে মেদবৃদ্ধির বিচিত্র সংযোগ
সোনালী নারায়ণগঞ্জ ডটকম-
- প্রকাশকাল ১১:৪০:২০ এএম, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৭ পাঠক
ইন্টারনেটের উচ্চগতি কি আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে? সরাসরি কোনো সংযোগ না থাকলেও সাম্প্রতিক গবেষণা এক বিচিত্র তথ্যের ইঙ্গিত দিচ্ছে। যদিও ডেটা বা বাইটের কোনো ক্যালরি নেই, তবে দ্রুতগতির ইন্টারনেটের সঙ্গে মুটিয়ে যাওয়ার একটি পরোক্ষ সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা।
অস্ট্রেলিয়ার একদল গবেষক জানিয়েছেন, উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সঙ্গে স্থূলতা বা মেদবৃদ্ধির একটি যোগসূত্র রয়েছে। এটি বিশেষ করে তরুণদের মধ্যে বেশি দেখা যায়। দ্রুতগতির ইন্টারনেটে দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকায় ‘স্ক্রিন টাইম’ বেড়ে যাওয়ায় মানুষের শারীরিক সক্রিয়তা কমে যায়। ফলে অলস জীবনযাপন ও ঘুমের ব্যাঘাত ঘটে, যা শরীরের ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে। গবেষকদের পরামর্শ, সুস্থ থাকতে ডিজিটাল কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রেও পরিমিতিবোধ বজায় রাখা জরুরি।





















