নারায়ণগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৩৭ জন গ্রেফতার
- প্রকাশকাল ১১:৫১:৪৯ পিএম, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৬২ পাঠক
১৩ নভেম্বর লকডাউন কর্মসুচীকে ঘিরে গত ২৪ ঘন্টায় রাজনীঅনৈতিক র্কাক্রম স্থগিত থাকা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রজন্মলীগ ও যুব মহিলালীগের ৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ নারায়ণগঞ্জের জেলার বিভিন্ন এলাকায় বিজিবি টহল শুরু করেছে। অপরদিকে বুধবার সন্ধ্যায় লকডাউন কর্মসুচীর নামে নাশকতার প্রতিবাদে ফতুল্লায় বিএনপি ও অঙ্গ সংগঠন একটি মিছিল বের করে। মিছিলটি ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৩৭ জনের মধ্যে রুপগঞ্জ থেকে ৭ জন, আড়াইহাজারে যুব মহিলালীগ নেত্রীসহ ৮ জন, সিদ্ধিগঞ্জে ১৫ জন, সোনারগাঁয়ে ১ জন, ফতুল্লায় ৬, বন্দরে জেলা প্রজন্মলীগের সভাপতি রাতুল হাসাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে মামলার আসামীসহ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সক্রিয় সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনূর আলম। গ্রেফতারকৃত অন্য ১১ জন মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ ভোলা (৫৪) মেম্বার, যুবলীগের সক্রিয় কর্মী মোঃ মাইন উদ্দিন (২৪), সিদ্ধিরগঞ্জ ৮নাং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫) ও যুবলীগের সক্রিয় কর্মী মোঃ রবিন (৩৫)।
আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক ডাউনে কর্মসূচীতে অংশগ্রহণের প্রস্তুতির অভিযোগে মহিলা লীগের নেত্রীসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোরে উপজেলা ঝাউগড়া ও গাজীপুরা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো নরসিংদী মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি বীনা আক্তার (৫৬), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম (২০), আপন মিয়া (১৯), অনিক রহমান (১৯), নিলয় হোসেন (১৯), ইয়ামিন ইসলাম (২০), সালমান রহমান (১৯), কৃষি ইনস্টিটিউটের ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন (১৯)।
এসময় তাদের কাছ পেট্রোল বিষ্ফোরক দ্রব্য, গাড়ির টায়ারসহ নাশকা করার বিভিন্ন সামগ্রী।
বুধবার বিকেলে নাশকতার মামলা দেখিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলা দেখিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
















