এক দশক পর বিটিভির পর্দায় যাদু দেখাতে আসছেন সাংবাদিক সোহাগ খান
- প্রকাশকাল ০৯:৪৯:০৫ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৫৭ পাঠক
দীর্ঘ এক দশক পর আবারো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যাদুর মঞ্চে ফিরলেন একসময়ের জনপ্রিয় তরুণ জাদুশিল্পী—বর্তমানে সাংবাদিক সোহাগ খান। ‘তারুণ্যের যাদু’ অনুষ্ঠানের বিশেষ পর্বে অংশ নিয়ে তিনি দর্শকদের সামনে পরিবেশন করবেন নতুন চমকপ্রদ যাদু। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ১৬ নভেম্বর, রোববার বিকেল ৫টা ৩৫ মিনিটে।
স্টেজে সোহাগ খানের সহকারী হিসেবে থাকবেন সুবর্ণা হাওলাদার। গ্রন্থনা ও উপস্থাপনায় থাকবেন দেশীয় জাদুশিল্পকে টেলিভিশনে নতুন মাত্রায় পরিচিত করে তোলা নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ। প্রযোজনা করেছেন সরজ কুমার রাহুত।
অনুষ্ঠানের সূচনা সংগীত পরিবেশন করবেন এসএম লুৎফর ও সেজুতি। এ পর্বে সোহাগ খানের পাশাপাশি আরও থাকছেন দেশের তরুণ ও প্রতিভাবান জাদুশিল্পীদের চোখ ধাঁধানো পরিবেশনা—সেলিম রেজা, আউয়াল ইসলাম অনিক, হক সাহেব রানা, মোহাম্মদ আলী শামস এবং অমি ইসলাম।
নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে সোহাগ খান বলেন, সাংবাদিকতার ব্যস্ততায় দীর্ঘদিন যাদুর মঞ্চ থেকে দূরে ছিলেন তিনি। বিটিভিতে সর্বশেষ তিনি ২০১৫ সালে ‘চোখের পলকে’ অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন। “আবারো ‘তারুণ্যের যাদু’–এর মধ্য দিয়ে বিটিভিতে জাদু পরিবেশন করতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।
আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা ৩৫ মিনিটে বিটিভির পর্দায় অনুষ্ঠানটি দেখতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন সোহাগ খান।
















