ঢাকা ০৩:৩৯ পিএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁ গঙ্গাবাসী ও রাম চন্দ্র পোদ্দার (জি.আর) ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন নারায়ণগঞ্জের নতুন ডিসি হলেন রায়হান কবির নারায়ণগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৩৭ জন গ্রেফতার মুক্তি মিলছে না আইভীর, নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ নাশকতার পরিকল্পনা : রুপগঞ্জ থেকে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার সংস্কারপন্থী শক্তির সাথে জোট করতে প্রস্তুত এনসিপি: হাসনাত নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে দুর্বৃত্তদের হামলা – গুলি ডাকাত সন্দেহে আড়াইহাজারে গণপিটুনি, ২ জন আহত রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার গণমিছিল

আড়াইহাজারে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ০৯:৫০:৩১ পিএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ৩৬ পাঠক

আড়াইহাজারে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী এলাকায় ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে সাদিকুর রহমান (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের কোর্ট ইন্সপেক্টর (আদালত পুলিশের পরিদর্শক) মোহাম্মদ কাইউম খান প্রথম আলোকে জানান, বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে হত্যা মামলার রায়ে আদালত দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ জুলাই রাতে আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী এলাকার সাদিকুর তাঁর ভাবি রাজিয়া সুলতানার কাছে টাকা ধার চান। কিন্তু রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে সাদিকুর ক্ষিপ্ত হয়ে তাঁকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি ঘরে ঘুমিয়ে থাকা রাজিয়ার ছেলে তালহাকেও (৮) কুপিয়ে হত্যা করেন।

হত্যার পর ঘরের আলমারি থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান সাদিকুর। এ ঘটনায় পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বেগম আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তে পুলিশ হত্যার ঘটনায় দেবর সাদিকুরের সম্পৃক্ততা পায় এবং তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারপ্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটিশেয়ার করুন

আড়াইহাজারে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশকাল ০৯:৫০:৩১ পিএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী এলাকায় ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে সাদিকুর রহমান (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের কোর্ট ইন্সপেক্টর (আদালত পুলিশের পরিদর্শক) মোহাম্মদ কাইউম খান প্রথম আলোকে জানান, বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে হত্যা মামলার রায়ে আদালত দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ জুলাই রাতে আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী এলাকার সাদিকুর তাঁর ভাবি রাজিয়া সুলতানার কাছে টাকা ধার চান। কিন্তু রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে সাদিকুর ক্ষিপ্ত হয়ে তাঁকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি ঘরে ঘুমিয়ে থাকা রাজিয়ার ছেলে তালহাকেও (৮) কুপিয়ে হত্যা করেন।

হত্যার পর ঘরের আলমারি থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান সাদিকুর। এ ঘটনায় পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বেগম আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তে পুলিশ হত্যার ঘটনায় দেবর সাদিকুরের সম্পৃক্ততা পায় এবং তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারপ্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।