ডাকাত সন্দেহে আড়াইহাজারে গণপিটুনি, ২ জন আহত
- প্রকাশকাল ০৯:৪৪:২৬ পিএম, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৬২ পাঠক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। গতকাল শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিরহাট ( বগাদীর মোড়ের পর ও জালাকান্দির আগের এলাকা) বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রামচন্দ্রদী এলাকার লিয়াকত আলীর ছেলে শরিফ (৩৫) ও আব্দুল মোতালেবের ছেলে সোহেল (৩৪)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে কালিরহাট বাজার এলাকায় ওই দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ।
এসময় স্থানীয়রা তাদের ডাকাত সন্দেহে আটক করে বেধড়ক মারধর করে আটকে রাখে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দুজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


















