ঢাকা ১১:৪১ এএম, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের নতুন ডিসি হলেন রায়হান কবির নারায়ণগঞ্জে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ৩৭ জন গ্রেফতার মুক্তি মিলছে না আইভীর, নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ নাশকতার পরিকল্পনা : রুপগঞ্জ থেকে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার সংস্কারপন্থী শক্তির সাথে জোট করতে প্রস্তুত এনসিপি: হাসনাত নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাকিস্তানি পেসার নাসিম শাহর বাড়িতে দুর্বৃত্তদের হামলা – গুলি ডাকাত সন্দেহে আড়াইহাজারে গণপিটুনি, ২ জন আহত রূপগঞ্জে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার গণমিছিল শেখ হাসিনার রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না: গাজী তামিম

সোনারগাঁওয়ে ইয়াবাসহ এক ব্যক্তি আটক

ডেস্ক রিপোর্ট | সোনালী নারায়ণগঞ্জ-
  • প্রকাশকাল ০৩:১৬:৫৬ পিএম, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৫২ পাঠক

ইয়াবা (ফাইল ছবি)।

সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যাক্তিকে আটক করেছে। ব্যক্তির নাম আবু সাইদ (৪১)। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক জনাব মোঃ রাশেদুল ইসলাম খান এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গত ২ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স সহ সোনারগাঁও থানাধীন বেলাবো সাকিনস্থ জনৈক আবু সাইদ এর বসত বাড়ির উঠানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু সাইদ পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

 

আটককৃত আবু সাইদ (৪১) মৃত-সিরাজ উদ্দিন ও মৃত-খোরশেদা বেগমের ছেলে এবং তিনি বেলাবো গ্রামের স্থায়ী বাসিন্দা। তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

 

আবু সাইদের বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সোনারগাঁও থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।

সৌজন্যে : লাইভ নারায়ণগঞ্জ

সংবাদটিশেয়ার করুন

সোনারগাঁওয়ে ইয়াবাসহ এক ব্যক্তি আটক

প্রকাশকাল ০৩:১৬:৫৬ পিএম, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যাক্তিকে আটক করেছে। ব্যক্তির নাম আবু সাইদ (৪১)। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক জনাব মোঃ রাশেদুল ইসলাম খান এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গত ২ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স সহ সোনারগাঁও থানাধীন বেলাবো সাকিনস্থ জনৈক আবু সাইদ এর বসত বাড়ির উঠানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু সাইদ পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

 

আটককৃত আবু সাইদ (৪১) মৃত-সিরাজ উদ্দিন ও মৃত-খোরশেদা বেগমের ছেলে এবং তিনি বেলাবো গ্রামের স্থায়ী বাসিন্দা। তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

 

আবু সাইদের বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সোনারগাঁও থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।

সৌজন্যে : লাইভ নারায়ণগঞ্জ