সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ডেস্ক রিপোর্ট | সোনালী নারায়ণগঞ্জ-
- প্রকাশকাল ১০:৩৭:১১ পিএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৫২ পাঠক
আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার ছাওয়ালপুর এলাকার মৃত শুভ মিয়ার পুত্র মোঃ করিম (৩৫) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম মাইজদাইর এলাকার ফজলুল হকের কন্যা ও খাঃ ছালামের স্ত্রী নাজমা (৪০)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, বৃহস্পতিবার বিশনন্দী ফেরিঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা নারী ও পুরুষের হাতে থাকা ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবা থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র : প্রতিদিনের আড়াইহাজার


















